খেলোয়াড়েরা মাঠে খেলেন আর ধারাভাষ্যকারেরা সেই খেলার বর্ণনা দেন। বর্ণনা দিতে দিতে তাঁরা মাঝেমধ্যে এমন সব কথা বলেন, সেসব শুনলে হাসি আটকে রাখা সত্যিই মুশকিল হয়ে পড়ে। ধারাভাষ্যকারদের তেমনই কিছু ভাষ্য ওয়েবসাইট থেকে খুঁজে বের করেছেন আলিয়া রিফাত
তাঁর বয়স এখন ৩১। গত বছর ছিল ৩০।—ডেভিড কোলম্যান।
ইতালিয়ানরা ইতালিয়ান জয়ের আশা করছে।—ডেভিড কোলম্যান।
যদি বলটি গোলপোস্টের ভেতরে গিয়ে থাকে তবে একটি গোল হয়েছে।—ডেভিড কোলম্যান।
ইয়ান রাশ সত্যিই একেবারে দশে দশ। কিন্তু তিনি দশের মধ্যেই নেই।—পিটার জোন্স।
রিখটার স্কেলে পরাজয়টির মান ছিল ৮।—বিবিসি।
মাত্র চার মিনিট অতিক্রান্ত হয়েছে। এরই মধ্যে স্কোর শূন্য-শূন্য।—ইয়ান ডার্ক।
যুক্তরাষ্ট্র এক গোলে পিছিয়ে আছে এবং কোনো গোল না পেলে তারা হারবে।—জন হেলম।
ফরেস্ট কোনো জয় ছাড়া ছয়টি ম্যাচ হেরেছে।—ডেভিড কোলম্যান।
সবুজ আর সাদা পোশাকে স্পোর্টিং লিসবন দলকে দেখাচ্ছে একদল জেব্রার মতো।—পিটার জোন্স।
কী অদ্ভুত! স্লো মোশন রিপ্লেতে বলটাকে আরও বেশি সময় যাবৎ শূন্যে ভাসতে দেখা যাচ্ছে।—ডেভিড অ্যাকফিল্ড।
মাথা দিয়ে বলটি হেড করলেন জন ক্লার্ক।—ডেরেক রে।
গোল করার সামর্থ্য না থাকলে কেউ ৮৬ ম্যাচে ৬৪ গোল করতে পারে না।—আলান গ্রিন।
খেলার স্কোর ১-১। গতকালের ঠিক উল্টো।—রেডিও ফাইভ লাইভ।
১-০ জেতার মতো কোনো স্কোর নয়। কোনো অবস্থাতেই না।—ইয়ান হল।
গোল করা আর পাস করা ছাড়া গিগস আর কিছুই করেনি।—টম টাইরেল।
তিনি যদি জর্জ বেস্ট না হন তাহলে কেউই না।—ক্লিভ টাইলডেসলি।
ব্রাজিল ২, স্কটল্যান্ড ১। যেখান থেকে খেলা শুরু করেছিল, সেখানেই আবার ফিরে গেল স্কটল্যান্ড।—ব্যারি ডেভিস।
প্রথমার্ধে ৪ গোল দিয়ে হাফ টাইমে ব্রিস্টল রোভার্সের স্কোর ছিল ৪-০।—টনি অ্যাডামসন।
ডেনমার্কের ভক্তদের দেখাচ্ছে বড় এক বোতল জেলির মতো।—ব্যারি ডেভিস।
১৯ বছর বয়সের তুলনায় অনেক ভালো খেলছেন এই তরুণ। কারণ, তাঁর বয়স এখন ২১।—ডেভিড বেগ।
আর্সেনালের হাতে প্রচুর সময় আছে শেষ কয়েক সেকেন্ডে চিৎকার করার জন্য।—পিটার জোন্স।
ভিলার দুজন গোলদাতারই জন্ম লিভারপুলে। ঠিক তাঁদের ম্যানেজারের মতো। ম্যানেজারের জন্ম বার্কেনহেডে।—ডেভিড কোলম্যান।
এই সহস্রাব্দে আমার দেখা সেরা গোলগুলোর মধ্যে এটি একটি।—টনি গুবা।
এবং টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনার বিদায়ের মধ্য দিয়ে তারা হতে চলেছে উড়োজাহাজে ফ্রান্সের সঙ্গী।—ক্লিভ টাইলডেসলি।
সবাই বলে, ফুটবল হলো একটি স্ক্রিপ্টবিহীন নাটক। নিঃসন্দেহে আজকের ম্যাচ সেই স্ক্রিপ্ট অনুসরণ করেনি।—কনর ম্যাকনামারা।
ডেনমার্ক ৩, ডেনমার্ক শূন্য।—ইয়ান ব্রাউন।
মার্টিন ও’নিল কোমরে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন আর দুই গালে আঁচড় কাটছেন।—মাইক ইংহ্যাম।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৮, ২০১০
Leave a Reply