নো দাইসেল্ফ
১। ‘রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল’, ঠিক তেমনি, ফুটবল যখন খেলা হচ্ছিল, আপনি তখন—
ক) হারমোনিয়াম বাজাচ্ছিলেন খ) ট্রাফিক পুলিশের মতো বাঁশি বাজাচ্ছিলেন গ) ডিভি ভিসার ফরম পূরণ করছিলেন।
২। আপনার বন্ধুমহলে আপনি যে কারণে বিখ্যাত—
ক) দ্রুততম সময়ে ভুল সিদ্ধান্তের জন্য
খ) আপনার মোহনীয় ভুঁড়িটির জন্য
গ) বাজখাঁই গলায় বাথরুম কাঁপানো গানের জন্য।
৩। কিছু মানুষকে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে কোনো কাজ করতে দেখলেই আপনি—
ক) তাদের কাজটি ভণ্ডুল করার জন্য তৎপর হয়ে ওঠেন
খ) তাদের সহযোগিতা করার মহান দায়িত্বটি পালন করেন গ) কোনো উদ্দেশ্য ছাড়াই তাদের ফাঁকে ফাঁকে ছোটাছুটি করতে থাকেন।
৪। ছোটবেলা থেকেই আপনাকে ফুটবল মাঠে নামিয়ে দেওয়া হলে, আপনি—
ক) আর সবার মতোই বলে পা ছোঁয়ানোর সাধনায় লিপ্ত হন খ) ভয়ে ফুটবল থেকে গা বাঁচিয়ে জগিং করতে থাকেন গ) নিজের নির্বুদ্ধিতা খরচ করে দুই দলেরই শত্রুতে পরিণত হন।
৫। আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন—
ক) ফুলপ্যান্ট নয়, হাফপ্যান্টকে খ) নাটক নয়, গোলটেবিল বৈঠককে গ) ৫২টি নয়, মাত্র দুটি কার্ডকে।
স্কোরকার্ড
১। ক-৮ খ-১০ গ-৬, ২। ক-১০ খ-৮ গ-৬
৩। ক-১০ খ-৬ গ-৮, ৪। ক-৬ খ-৮ গ-১০
৫। ক-১০ খ-৬ গ-৮
ফলাফল
৪০-এর বেশি পেলে: আপনি অত্যন্ত উঁচুমানের একজন রেফারি।
৩০-৪০ পেলে: আপনি রেফারি হিসেবে মন্দ না।
৩০ বা এর কম পেলে: দয়া করে গ্রামে গিয়ে হালচাষ করেন, কাজে দেবে।
মহিউদ্দিন কাউসার
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৮, ২০১০
Leave a Reply