ভক্ত থেকে অভক্ত, রাস্তার টোকাই দর্শক থেকে বিখ্যাত সব ফুটবল বোদ্ধা—সবার মনেই কেবল একটি প্রশ্ন, মেসি কেন গোল পাচ্ছেন না? এই প্রশ্নেরই সম্ভাব্য উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছে রস+আলো।
মেসির একটা প্রেস্টিজ আছে না! পৃথিবীর তাবত মিডিয়া তাঁকে যে হারে প্লে-মেকার বলে লাইমলাইটে নিয়ে এসেছে, এই সময় তিনি যদি একটা গোল করে বসেন, তখন মিডিয়ার লোকেরা একটু বিপাকে পড়ে যাবেন না! আর তা ছাড়া তিনি আদতে একজন ভদ্রলোক, ‘ভদ্রলোকের এক খেলা’ বিষয়টাও তো প্রশ্নের সম্মুখীন হয়ে পড়বে।
মেসি আসলে নিজ দলের খেলোয়াড় ছাড়া বিপক্ষ দলের খেলোয়াড়দের কাছে বল দিয়ে শান্তি পান না। যেহেতু গোল দিতে গেলে বিপক্ষ দলের কাছে বলটি বিসর্জন দিতে হয়, এ জন্য তিনি এখন আর গোল দেন না।
ম্যারাডোনার শিষ্য হয়ে মেসি গোল দেওয়ার মতো এই রকম একটা রিস্কি কাজ আবার করবেন! তাঁর গুরুর সেই কবে কখন একটা গোল দিতে গিয়ে বলে হাত লেগে গিয়েছিল, এরপর নিজেরও লাগল। সেই থেকে বিষয়টা এখনো তাঁর পিছু ছাড়েনি। মেসি চান না এমন কোনো বিতর্কে আবার নিজেকে জড়াতে, তাই আপাতত তিনি গোল না দেওয়ার সিদ্ধান্তে অটল আছেন।
বেশির ভাগ দলেই যাঁরা গোল পান, তাঁদের নিয়ে মিডিয়া পরে রসিয়ে রসিয়ে অনেক খুঁত বের করে। যেমন, তাঁরা খেলতে পারেন না, এক জায়গায় সুযোগের আশায় দাঁড়িয়ে থাকেন, শুধু গোল দিতে জানেন আর কিছু জানেন না ইত্যাদি। মেসি চান না তাঁকে নিয়ে মিডিয়া এমন কিছু লেখার সুযোগ পাক। তাই তিনি গোল না দিয়ে গোল দেওয়ার মতো অলস-দক্ষতাহীন একটা কাজ অন্যদের দিয়ে করিয়ে নিচ্ছেন।
মেসির আসলে গোল্ডেন বলের প্রতি বেশি আগ্রহ। তাই তিনি বেশি গোল দিয়ে গোল্ডেন বুট পাওয়ার বদলে ভালো খেলে গোল্ডেন বল পাওয়ার প্রতি মনোযোগ দিচ্ছেন।
আলিয়া রিফাত
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৮, ২০১০
Leave a Reply