লাল-হলুদ ছাড়াও অন্য রঙের কার্ড চাই
খেলার মাঠে আমিই সকল ক্ষমতার উৎস, এই কথা সত্য প্রমাণ করতে রেফারিরা ইদানীং যাকে-তাকে ইচ্ছামতো লাল-হলুদ কার্ড দেখাচ্ছেন। রেফারি বেচারাদেরই বা কী দোষ? ফুটবলারদের সঙ্গে পুরো ৯০ মিনিট তাঁদের দৌড়ের ওপর থাকতে হয়, অথচ সুন্দর গোল বলটাতে কষে একটা লাথি মারার সুযোগ তাঁরা পান না। পত্রিকার সঙ্গে খেলোয়াড়দের রঙিন পোস্টার, স্টিকার দেওয়া হয়, কিন্তু রেফারিদের একটা ছবিও কেউ ছাপে না। রেফারিদের রাগ হতেই পারে। সেই রাগ থেকে যদি তাঁরা তাঁদের ইচ্ছামতো কার্ড দেখিয়ে একটু আলোচনায় আসতে চান, তাতে অসুবিধাটা কী? কিন্তু কার্ড দেখালে ফুটবলাররা আবার মন খারাপ করে। আরে সবাইকে কি কার্ড দেখান? কার্ড দেখতে যোগ্যতার প্রয়োজন। আর লাল কার্ড তো খুবই ভালো জিনিস, এটা দেখলে কষ্ট করে পুরো ম্যাচ খেলতে হয় না। আগে আগে বাসায় গিয়ে নিশ্চিন্তে টিভি দেখা যায়। তবে রেফারিরা কার্ড দেখাবেন ভালো কথা, শুধু লাল আর হলুদ কার্ড দেখাবেন কেন? বাকি রংগুলোর কী দোষ? এগুলোর কোনো দাম নেই নাকি? এগুলো তো আর বুড়িগঙ্গার বর্জ্যের মতো ভেসে আসেনি। তা ছাড়া ফুটবলাররাও এই দুই রঙের কার্ড দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন। অতএব, ফিফার উচিত বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন রঙের ব্যবস্থা করা। যেমন, মাথায় মারলে কালো কার্ড, হাঁটুতে মারলে নীল কার্ড ইত্যাদি। এতে প্রতিটি রং তার প্রাপ্য মর্যাদা পাবে। বাচ্চারা ইদানীং লাল-হলুদ ছাড়া অন্য রংগুলো চেনেই না। এই প্রক্রিয়ায় ওরা সব রং চিনবে। আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে দ্রুত ব্যবস্থা নেবে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৮, ২০১০
Leave a Reply