ফুটবলের শিক্ষা আপনার জীবনে কতটা কাজে লাগাতে পারছেন?
১। আপনার স্ত্রী যখন রেগে হাঁড়িপাতিল ছুড়ে মারেন তখন আপনি—
ক) হাঁড়িপাতিল নিয়ে কাউন্টার অ্যাটাক করেন খ) বেডের নিচে লুকিয়ে পড়েন গ) শক্ত ডিফেন্ডারের মতো রক্ত দিয়েও কেবলই ডিফেন্স করেন
২। ক্রিকেট খেলতে গিয়ে ওপর দিক থেকে বল এলে—
ক) হাত দিয়ে ক্যাচ না ধরে মাথা দিয়ে হেড করেন খ) প্রতিপক্ষকে আউট করার আশায় ক্যাচ ধরেন গ) বল মাঠের বাইরে যাওয়ার পর কুড়িয়ে এনে থ্রো ইন করেন।
৩। আদালত থেকে ফাঁসির রায় দিলে আপনি বলেন—
ক) হায় হায়, এটা ভুল রায়, আমি আপিল করব খ) আমি রেফারির সিদ্ধান্ত মেনে নিলাম গ) এর আগে একটা হলুদ কার্ড অন্তত দেওয়া যেত।
৪। গণিতে ১০০ নম্বরে মাত্র ১০ পেয়েও আপনি খুশি, কারণ—
ক) ফেইলিউর ইজ দ্য পিলার অব সাকসেস খ) ম্যারাডোনা, পেলে, জিদানরা ১০ নম্বর জার্সি পরে খেলতেন গ) ১০ই তো আশাতীত বেশি, প্রিপারেশন তো আরও খারাপ ছিল।
৫। অফিসের বসকে দেখলেই আপনি যা করেন—
ক) পাম্প দিতে শুরু করেন খ) পাত্তা না দিয়ে চলে যান গ) হাতের ফাইলগুলো দ্রুত তাকে পাস করে দেন।
স্কোর কার্ড
১। ক-৬ খ-৮ গ-১০ ২। ক-১০ খ-৬ গ-৮
৩। ক-৬ খ-১০ গ-৮ ৪। ক-৮ খ-১০ গ-৬
৫। ক-১০ খ-৮ গ-৬
৪০-এর বেশি হলে—একেবারেই কাজে লাগাতে পারছেন না।
৪০-এর কম হলে—মোটামুটি কাজে লাগাতে পারছেন।
৩০-এর কম হলে—ব্যাপক কাজে লাগছে।
মহিউদ্দিন কাউসার
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২১, ২০১০
Leave a Reply