খেলা হয় মাঠে, আর মাঠের একটু বাইরে ডাগ-আউটে দাঁড়িয়ে যিনি হাত-পা নাড়িয়ে বিচিত্র ভঙ্গি করতে থাকেন, তাঁকে বলা হয় ম্যানেজার বা কোচ। বলা হয়ে থাকে কোচ দুই ধরনের—বরখাস্ত হয়েছেন অথবা বরখাস্ত হওয়ার অপেক্ষায় আছেন। তাঁরা মাঝেমধ্যে এমন সব কথা বলেন যা নির্ভেজাল আনন্দের খোরাক। কোচদের তেমনই কিছু মুখনিসৃত বাণী ওয়েবসাইট থেকে খুঁজে বের করে পরিবেশন করছেন আলিয়া রিফাত
একজন খেলোয়াড়ের বয়স যখন ৩০, তখন তার শরীরের বয়সও তা-ই।—গ্লেন হডল, ইংলিশ ফুটবল ম্যানেজার।
যখন আমি বড় হচ্ছিলাম, তখন ছোট্ট একটি বালক ছিলাম।—ডেভিড ও’লিয়ারি, আইরিশ ফুটবল ম্যানেজার ও ক্রীড়া সাংবাদিক।
নিউক্যাসল তাদের মোট পাঁচটি জয়েই অপরাজিত রয়েছে।—ম্যালকম ম্যাকডোনাল্ড, সাবেক ইংলিশ ফুটবলার ও ম্যানেজার।
আমি এখন একটি ভবিষ্যদ্বাণী করব—জয় যেকোনো দলেরই হতে পারে।—টেরি ভেনাবলস, সাবেক ইংলিশ ফুটবলার ও ম্যানেজার।
আমার মনে হয় না ম্যারাডোনার চেয়ে ছোট বা বড় আর কেউ আছে।—কেভিন কিগান, সাবেক ফুটবলার ও ম্যানেজার।
মিরানদিনহা আজ যতগুলো শট খেলবেন, দুই দলের সব শট এক করলেও তার চেয়ে কম হবে।—রন অ্যাটকিনসন, সাবেক ফুটবলার ও ম্যানেজার
আমরা ওদের অবমূল্যায়ন করছি না। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার চেয়ে ওরা অনেক ভালো খেলেছে।—স্যার ববি রবসন, ১৯৯০-এর বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ইংল্যান্ডের হারের পর।
স্টিভ হজ দুই সপ্তাহের জন্য খেলতে পারবেন না। উ-ম-ম, দুই সপ্তাহ? না ১৪ দিন।—স্যার ববি রবসন।
কিছু মানুষ মনে করে ফুটবল মানে হলো বাঁচা-মরার লড়াই। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, ফুটবল তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।—বিল শ্যাংকলি, সাবেক ব্রিটিশ ফুটবলার ও সবচেয়ে সফল বলে স্বীকৃত ম্যানেজার।
তার রক্তে ফুটবল মিশে আছে কিন্তু এখনো পা পর্যন্ত পৌঁছায়নি।—বিল শ্যাংকলি।
আমি নঁতে এসেছি দুই বছর আগে। সবকিছু মোটামুটি আগের মতোই আছে, শুধু সবকিছুই বদলে গেছে।—কেভিন কিগান।
ইউরো ২০০০-এ আর্জেন্টিনা খেলবে না। কারণ, তারা লাতিন আমেরিকান।—কেভিন কিগান।
আমি বলব না যে আমিই সেরা ম্যানেজার, কিন্তু বাকি সবাই আমার পেছনে।—ব্রায়ান ক্লগ, সাবেক ইংলিশ ফুটবলার ও ম্যানেজার।
যদি কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার তর্ক হয়, আমরা একসঙ্গে বসব, ২০ মিনিট ধরে নিজেরা আলাপ-আলোচনা করব। তারপর সিদ্ধান্তে আসব যে আমিই ঠিক।—ব্রায়ান ক্লগ।
প্রথম আধ ঘন্টায় ০-০ গোলে এগিয়ে থাকার পর জয় আমাদেরই প্রাপ্য ছিল।—কেভিন কিগান, সাবেক ইংলিশ ফুটবলার ও ম্যানেজার।
শিয়ারার ১০০% ফিট কিন্তু পুরোপুরি ফিট নন।—গ্রাহাম টেলর, সাবেক ফুটবলার ও ম্যানেজার।
দ্বিতীয়ার্ধটাই দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকে।—গ্রাহাম টেলর।
আমরা নিজেদের পায়েই লাথি মারছিলাম।—রে উইলকিন্স, সাবেক ইংলিশ ফুটবলার ও পরে কোচ।
এই মৌসুমের নয়টি লাল কার্ডের ভেতর সম্ভবত অর্ধেক আমাদের আসলেই প্রাপ্য ছিল।—আর্সেন ওয়েঙ্গার, ফ্রেঞ্চ ফুটবল ম্যানেজার।
বেশির ভাগ ইউরোপীয় দলের দর্শন হলো, একটি গোলও দেওয়া যাবে না।—অ্যালেক্স ফার্গুসন, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার।
তারা স্কোর না করলে আমরা জিততাম না।—হাওয়ার্ড উইলকিনসন, সাবেক ইংলিশ ফুটবলার ও ম্যানেজার।
খেলার ৯৯ শতাংশ আমাদের পক্ষেই ছিল। বাকি তিন ভাগের জন্যই হারতে হলো।—রুদ খুলিত, ডাচ ফুটবল ম্যানেজার।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২১, ২০১০
Leave a Reply