এক আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় এক পার্টিতে গিয়ে তাঁর বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছেন—
খেলোয়াড়: ভাবছি, একটা আত্মজীবনী লিখব।
বন্ধু: বাহ্, ভালো তো! কবে এটা প্রকাশ করবে তুমি?
খেলোয়াড়: আমি আমার মৃত্যুর আগে এটা প্রকাশ করতে চাই না।
বন্ধু: তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে। তোমার ভক্তরা তো এটা পড়তে চাইবে।
খেলোয়াড়: কিন্তু আমার সিদ্ধান্তে আমি অনড়।
বন্ধু: ঠিক আছে, সমস্যা নেই। আমি তো নিজেও তোমার ভক্ত। তাই এই বইটি তাড়াতাড়ি প্রকাশে আমি তোমাকে সাহায্য করব। তুমি কোনো চিন্তা কোরো না।
পূর্ববর্তী:
« আত্মজীবনী
« আত্মজীবনী
পরবর্তী:
আত্মভোলা ট্রাফিক »
আত্মভোলা ট্রাফিক »
Leave a Reply