ফুটবল খেলায় হাঙ্গামা বাধানোর দায়ে মস্ত এক মুশকো জোয়ান ফুটবল-ভক্তকে আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ বিচারকের কাছে সাক্ষ্য দিচ্ছে, ‘হুজুর, এই ব্যক্তি খেলা শেষে চরম একটা অপরাধ করেছেন।’
এবার বিচারক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কী করেছেন যে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো?’
মুখ কাঁচুমাচু করে সেই ভক্ত জবাব দিলেন, ‘জনাব, আমি শুধু পাশের খালের পানিতে একটি পাথর ছুড়ে দিয়েছি, আর তাতেই পুলিশ আমাকে ধরে এনেছে।’
বিচারক বিস্মিত হয়ে বললেন, ‘তাহলে এটা তো তেমন কোনো দোষের কিছু নয়।’
এ কথা শুনে পুলিশ চিৎকার করে উঠল, ‘হুজুর, এই বিশালদেহী অপরাধী যাকে পাথর মনে করে ছুড়ে মেরেছে, সেই পাথরটি ছিল আসলে রেফারি।’
পূর্ববর্তী:
« শুধু তোমার জন্য…
« শুধু তোমার জন্য…
পরবর্তী:
শুধু বিরক্ত করার জন্য »
শুধু বিরক্ত করার জন্য »
Leave a Reply