হাতির পথ আগলে দাঁড়াল পিঁপড়ে, বলল, ‘কথা না বাড়িয়ে প্যান্টটা খোলো।’
‘প্যান্ট খুলব মানে?’ হাতি অবাক। ‘ব্যাপারটা কী?’
‘বলছি যখন খোলো।’
প্যান্ট খুলে হাতি বিছিয়ে দিল ঘাসের ওপর। অনেকক্ষণ ধরে প্যান্টের ওপর দিয়ে হাঁটল পিঁপড়ে। তারপর নেমে এসে বলল,
‘না, এটা আমার প্যান্ট নয়। আমারটায় চারটা পকেট।’
পূর্ববর্তী:
« প্যাঁজগি পোলা
« প্যাঁজগি পোলা
পরবর্তী:
প্যান্টের ওপর একটা সই »
প্যান্টের ওপর একটা সই »
Leave a Reply