ঘুমোতে যাওয়ার আগে প্রোগ্রামার পাশে দুটি গ্লাস রাখে—একটিতে পানি, অন্যটি শূন্য। তেষ্টা পেলে প্রয়োজন হবে পানিপূর্ণ গ্লাসের, আর তেষ্টা যদি না পায়—তাই শূন্য গ্লাস রাখা।
বালক জিজ্ঞেস করছে বাবাকে, ‘বাবা, অ্যাড্রেস বানানে একটা এস নাকি দুটো?’
কিছুক্ষণ মাথা চুলকে বাবা বললেন, ‘অ্যাড্রেসের বদলে ইউআরএল লিখলে হয় না?’
দৈনন্দিন জীবনে বৈচিত্র্য আনতে প্রোগ্রামার তার ডেস্কটপের আইকনগুলোর স্থান অদলবদল করে।
বসের স্থূল কৌতুকে হেসে গড়িয়ে পড়তে এবং ব্যর্থতার দায় পাশের কম্পিউটারের ঘাড়ে চাপিয়ে দিতে না শেখা পর্যন্ত মানুষের স্থান কম্পিউটার কখনো দখল করতে পারবে না।
প্রোগ্রামার ও রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য কী?
: প্রোগ্রামার পয়সা পায় কার্যকর প্রোগ্রামের জন্য।
Leave a Reply