ডেভিড বেকহাম একবার একটি স্কুলে বেড়াতে গেছেন। ক্লাসে ঢুকেই তিনি ছাত্রদের উদ্দেশে বললেন, ‘কেউ কি আমাকে একটা ট্র্যাজেডির উদাহরণ দিতে পারবে?’
ছোট্ট একটা ছেলে উঠে বলল, ‘আমার এক বন্ধু রাস্তায় খেলছিল, হুট করে একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে গেছে, এটা একটা ট্র্যাজেডি হতে পারে।’
তা শুনে ডেভিড বেকহাম বললেন, ‘না, এটা তো ট্র্যাজেডি নয়। এটা একটা দুর্ঘটনা।’
এবার একটি মেয়ে দাঁড়িয়ে বলল, ‘যদি একটি স্কুলবাসে ৫০ জন ছাত্রছাত্রী থাকে এবং ওই বাসটি যদি খাদে পড়ে গিয়ে সবাই মারা যায়, তখন এটা ট্র্যাজেডি হতে পারে।’
‘না, এবারও হয়নি। এটা তো একটা বিশাল ক্ষতি। কী ব্যাপার, তোমরা তো কেউ ট্র্যাজেডি কী, সেটাই জানো না!’ ডেভিড বেকহামের বিস্ময়।
এবার একদম পেছনের বেঞ্চ থেকে একটি ছেলে বলল, ‘ডেভিড বেকহাম যদি একটি বিমানে করে কোথাও যায় এবং ওই বিমানটিতে যদি বোমা বিস্ফোরিত হয়, তাহলে এটা ট্র্যাজেডি হবে।’
ডেভিড বেকহাম এবার হাসিমুখে বললেন, ‘অসাধারণ! অসাধারণ! আচ্ছা, বলো তো, এটা কেন ট্র্যাজেডি হবে?’
ছেলেটি মুখ কাঁচুমাচু করে জবাব দিল, ‘কারণ, এটা কোনো দুর্ঘটনাও নয়, আবার কোনো বিশাল ক্ষতিও নয়, তাই…!’
পূর্ববর্তী:
« ট্রেনের সহযাত্রীরা
« ট্রেনের সহযাত্রীরা
পরবর্তী:
টয়লেট পেপার »
টয়লেট পেপার »
Leave a Reply