আমেরিকার একটি ফুটবল দলের কোচের সঙ্গে প্রায়ই তাঁর স্ত্রীর ঝগড়াঝাঁটি হয়। তাই এ ঝগড়ার নিরসন ঘটাতে ফুটবল দলে অনেক চেষ্টা করে কোচ তাঁর ছেলেকে খেলোয়াড় বানিয়েছেন। মাঠে নেমে কোচ তাঁর ছেলেকে খেলার খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন, তুমি কি খেলায় দল ও সহযোগিতা বোঝো?
ছেলের ঝটপট জবাব, ‘হুম্।’
কোচ আবারও জিজ্ঞেস করলেন, ‘যখন অফসাইড দেওয়া হয় বা ধরো, হুট করে একটি ফাউল দিয়ে দিল, তাহলে রেফারির সঙ্গে কি তোমার তর্কাতর্কি করা ঠিক হবে?’
একটু ভেবেচিন্তে ছেলে জবাব দিল, ‘না, ঠিক হবে না।’
এবার কোচ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেকে বললেন, ‘হুম্, ঠিক আছে। এবার তাহলে তোমার মায়ের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করো।’
পূর্ববর্তী:
« দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
« দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
পরবর্তী:
দল সমর্থন »
দল সমর্থন »
Leave a Reply