আক্কাস আলী তাঁর চাচার সঙ্গে শহরে বেড়াতে এসেছে। মাঠে ফুটবল খেলা দেখে আক্কাস আলী তার চাচাকে জিজ্ঞেস করল, ‘চাচা, এখানে ওই লোকগুলো বলটি নিয়ে অমন ছোটাছুটি করছে কেন?’ চাচা হেসে জবাব দিলেন, ‘ওরা বলটি নিয়ে গোল করার চেষ্টা করছে।’ ‘বল তো গোলই আছে, সেটারে আবার গোল করার জন্য এত ছোটাছুটি করার কী আছে?’
‘ওদের তো দেখি “গোল” সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই।’ আক্কাস আলীর জবাব।
পূর্ববর্তী:
« গোল না হয়ে চৌকো
« গোল না হয়ে চৌকো
পরবর্তী:
গোল হয়েছে কি না »
গোল হয়েছে কি না »
Leave a Reply