মেক্সিকোর এক আঞ্চলিক সুপারমার্কেটে মাংস চুরির দায়ে এক মহিলা হাতেনাতে ধরা পড়লেন। তাঁকে ধরে ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়া হলো এবং পুলিশকে খবর দেওয়া হলো। কিন্তু পুলিশ আসার পর সুপারমার্কেটের কর্মচারীরা বিস্ময়ের সঙ্গে দেখলেন, পুলিশ অফিসার আর কেউ নন, ধৃত মহিলার স্বামী…।
পূর্ববর্তী:
« একই দিনে বানানো
« একই দিনে বানানো
পরবর্তী:
একই ভুল এতবার »
একই ভুল এতবার »
Leave a Reply