৭৬ বছরের এক বুড়ো লিডসকে আদালতে বিচারকের সামনে ৫০০ বারের মতো হাজির করা হয় মদ খেয়ে মারামারি করার জন্য। প্রতিবারই বিচারক তাঁকে খালাস দিয়ে দেন। কিন্তু কিছু দিন পর আবারও তাঁকে আদালতে হাজির করা হয় এবং এই হাজিরার নম্বর ছিল ৫০১তম। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, ৫০০তম হাজিরা উৎযাপন করছিলেন তিনি। তাঁকে ৫০ পেনি ফাইন করা হয়।
পূর্ববর্তী:
« স্বর্গের ফেরী ভাড়া
« স্বর্গের ফেরী ভাড়া
পরবর্তী:
স্বর্ণর খাট »
স্বর্ণর খাট »
Leave a Reply