ফ্রান্সে একবার এক শূকরী ও তার ছয় বাচ্চার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে এরা এক মানুষের বাচ্চাকে হত্যা করেছে। বিচারে এরা দোষী প্রমাণিত হলো এবং শূকরীকে ফাঁসি দেওয়া হলো। তবে দোষীপক্ষের উকিল ছয় শূকরের বাচ্চাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পেরেছিলেন এই ভিত্তিতে যে, ওই ছয়টি একেবারে বাচ্চা এবং মায়ের খারাপ প্রভাব এগুলোর ওপর পড়েছিল। শোধরানোর সুযোগ দেওয়া উচিত।
পূর্ববর্তী:
« দোষী না নির্দোষ
« দোষী না নির্দোষ
পরবর্তী:
দোসরা মনিব »
দোসরা মনিব »
Leave a Reply