পনেরো শতাব্দীতে সুইটজারল্যান্ডে একটি মোরগ নারকীয় অপরাধ করেছিল। নিজে ডিম পাড়ার চেষ্টা করেছিল। সে সময় মানুষ ভাবত, মোরগের হাতে ডিম মানে হলো, সে শক্তিশালী ডাইনি বা শয়তান। তাই হতভাগ্য ওই মোরগকে দোষী সাব্যস্ত করা হলো। শাস্তিস্বরূপ ডিমসহ মোরগকে পুড়িয়ে হত্যা করা হয়।
পূর্ববর্তী:
« মোবাইল ফোনের চার্জার
« মোবাইল ফোনের চার্জার
পরবর্তী:
মোরগের পাড়া ম্যাজিক ডিম »
মোরগের পাড়া ম্যাজিক ডিম »
Leave a Reply