তরুণ এক ফ্রেঞ্চ একবার এক ইংরেজ মেয়েকে কিছু বলতে গিয়ে গালে চড় খেয়েছিল। কিন্তু ফ্রেঞ্চ তরুণের কোনো বদমতলব ছিল না। তার ইংরেজিতে কথা বলাটা সঠিক ছিল না। সে বলতে চেয়েছিল, ‘আমি যখন তোমার দিকে তাকাই তখন সময় থেমে যায়।’ কিন্তু সে বলেছিল, ‘তোমার চেহারা ঘড়িকে অচল করে দেয়।’
পূর্ববর্তী:
« ভালোবাসার ফুটবল
« ভালোবাসার ফুটবল
পরবর্তী:
ভালোবাসার রকমফের – শওকত হোসেন »
ভালোবাসার রকমফের – শওকত হোসেন »
Leave a Reply