সোমবার
চমৎকার রোদ বাইরে। মোলায়েম আবহাওয়া। চারদিক শুকনো খটখটে। অথচ আমরা স্রেফ ঘরে বসা। কোনো মানে হয়!
বুধবার
দেয়ালের বাইরে মনোহর গ্রীষ্ণকালীন সন্ধ্যা। মন্থর বাতাস আদরের স্পর্শ দিচ্ছে শরীরে। অথচ আমরা সারাটা দিন এই বদ্ধ আলমারিতে।
শুক্রবার
এই সপ্তাহজুড়েই অসাধারণ আবহাওয়া। আর আমরা, দুই গর্দভ, ভাপসা ঘরে বসে আছি বেকার।
রোববার
এ কী অবিচার! একটা দিন মাত্র বেরিয়েছি ঘর ছেড়ে, অমনি বৃষ্টি, কাদা! অসহ্য!
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৭, ২০১০
Leave a Reply