লেওনার্দো দা ভিঞ্চি রোমের এক বাড়িতে ভাড়াটে ছিলেন। বিশাল সাজানো বাড়ি। ভাড়াও খুব বেশি। লেওনার্দো বাড়ির মালিককে ভাড়ার টাকা দিতেন না। এদিকে শিল্পীর বাজারে নামডাক খুব। হয়তো রোজগারও খুব বেশি। বাড়ির মালিক নিয়মিত আসেন বাড়ির ভাড়া চাইতে। লেওনার্দো ফিরিয়ে দেন।
একদিন বাড়িওয়ালা টাকার জন্য এসেছেন। লেওনার্দো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন এবং বাড়িওয়ালা তুচ্চিকে ওপরে আসতে বললেন। তুচ্চি যখন সিঁড়ি বেয়ে অনেক দূর উঠেছেন, লেওনার্দো তাঁকে এমন জোরে ধাক্কা মারলেন যে তুচ্চি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন।
দারোয়ান আহত তুচ্চিকে মাটি থেকে তুললেন। তারপর বললেন, ‘একজন বিশ্ববিখ্যাত শিল্পী তোমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এমন সৌভাগ্য কজনের হয়! লোকের কাছে গর্বভরে তুমি বলতে পারবে ব্যাপারটা।’
পূর্ববর্তী:
« সৌন্দর্য চেতনা
« সৌন্দর্য চেতনা
পরবর্তী:
স্কুপ – আলেক্সান্ডার ফ্র্যাটার »
স্কুপ – আলেক্সান্ডার ফ্র্যাটার »
Leave a Reply