পাঁচ অর্থনীতিবিদের একটা দল কোনো গাইড ছাড়াই গেল হিমালয় জয় করতে। সমস্যা হলো তারা ম্যাপের ‘ম’টাও বোঝে না। ফলে যা হওয়ার তা-ই হলো, ওরা পুরোপুরি হারিয়ে গেল তুষারের মধ্যে। তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি হাতে ম্যাপ নিলেন। কিছুক্ষণ উল্টেপাল্টে দেখলেন। তারপর কতক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকলেন। এরপর কতক্ষণ বরফে আঁকিবুঁকি কাটলেন। শেষে সবার উদ্দেশে বললেন, ‘ওই…যে দূরে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, ওটাই হলো হিমালয়। এই ম্যাপ অনুযায়ী আমরা এখন ওটার চূড়াতেই দাঁড়িয়ে আছি।’
পূর্ববর্তী:
« অর্থনীতিবিদের দুই সূত্র
« অর্থনীতিবিদের দুই সূত্র
পরবর্তী:
অর্থনীতির ভাষা »
অর্থনীতির ভাষা »
Leave a Reply