সুশীল বলল, ‘যে ব্যক্তি কর ফাঁকি দেয়, সে নিজের দেশকে ভালোবাসে না, ভালোবাসে নিজের টাকাকে। আর যে ব্যক্তি কর দেয়, সে নিজের দেশকে ভালোবাসে।’
কুশীল বলল, ‘তাই বেতন থেকে নিয়মিত টাকা বাঁচিয়ে রাখে বছর শেষে কর দেওয়ার জন্য। কিন্তু কর দিতে গিয়ে মজাটা বোঝে।’
পূর্ববর্তী:
« কম্প্-হিউমার – মে ২৪, ২০১০
« কম্প্-হিউমার – মে ২৪, ২০১০
পরবর্তী:
করতে চাও, করো »
করতে চাও, করো »
Leave a Reply