সর্দারজি অটোরিকশা থেকে নেমে ড্রাইভারকে ভাড়া পরিশোধ করছেন—
সর্দারজি: অ্যাই, আপনার ভাড়া কত হলো?
ড্রাইভার: স্যার, মিটারে তো ১০০ টাকা হয়েছে।
সর্দারজি: এই নাও ৫০ টাকা।
ড্রাইভার: স্যার, এটা তো অন্যায় হলো। ১০০ টাকা ভাড়া হয়েছে আর আপনি ৫০ টাকা দিচ্ছেন কেন?
সর্দারজি: তুমিও তো অটোরিকশায় বসে বসে এসেছ। তোমার বসে আসার টাকা আমি আমার পকেট থেকে দেব নাকি!
পূর্ববর্তী:
« অর্দ্ধ-ভোজনে অর্দ্ধ-দক্ষিণা দান
« অর্দ্ধ-ভোজনে অর্দ্ধ-দক্ষিণা দান
পরবর্তী:
অর্ধেক লোক পাগল »
অর্ধেক লোক পাগল »
Leave a Reply