সর্দারজির দুই ছেলে একই ক্লাসে পড়ে। শিক্ষক সবাইকে তাদের বাবার নাম লিখতে বলেছেন। সবাই তাদের বাবার নাম লিখেছে। কিন্তু সর্দারজির দুই ছেলে দুজনই তাদের বাবার নামের জায়গায় আলাদা নাম লিখেছে।
এটা দেখে শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমরা দুই ভাই বাবার নাম আলাদা করে লিখলে কেন?’
‘আলাদা লিখব না তো কী করব! একই লিখলে তো আপনি আবার বলবেন যে নকল করেছি। তাই তো যাতে নকল বলতে না পারেন, সে জন্যই আলাদা বাবার নাম লিখেছি, স্যার’—দুই ভাইয়ের সোজাসাপ্টা জবাব।
পূর্ববর্তী:
« আলাদা প্রতীক কেন
« আলাদা প্রতীক কেন
পরবর্তী:
আলাদা বিল »
আলাদা বিল »
Leave a Reply