এক পিচ্চি পাড়ার রড-সিমেন্টের দোকানে এসে বলল, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়? দোকানি জানাল, না।
পরদিন ছেলেটা আবার এসে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়? দোকানি বিরক্ত হয়ে জবাব দিল, না!
তার পরদিন ছেলেটা আবার এসে হাজির। বলল, আচ্ছা আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?
এবার দোকানি গেল খেপে, আমার সাথে ফাজলামি করিস, না? খবরদার…আবার যদি এই প্রশ্ন করিস, তাহলে তোর মুখ সেলাই করে দেব!
ছেলেটা পরদিন ঠিকই আবার হাজির। বলল, আচ্ছা আপনার দোকানে সুঁই আছে?
দোকানি বলল, না।
ছেলে বলল, সুতো?
দোকানি বলল, না।
ছেলেটা এবার বলল, আচ্ছা, আপনার দোকানে কি কাঁঠাল পাওয়া যায়?
পূর্ববর্তী:
« দোকানির বয়স
« দোকানির বয়স
পরবর্তী:
দোকানে সবকিছু পাওয়া যায় »
দোকানে সবকিছু পাওয়া যায় »
Leave a Reply