আয়কর অফিস থেকে কড়া ভাষায় দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে আয়কর শোধ না করলে চড়া হারে জরিমানা দিতে হবে।
নোটিশ দেখে ভীত হয়ে পড়লেন করদাতা। এবার আর দেরি করা যাবে না। নির্ধারিত সময়ের আগেই আয়কর অফিসে গিয়ে কড়ায়-গন্ডায় কর বুঝিয়ে দিলেন।
‘এবার সত্যিই আপনি যোগ্য করদাতার কাজ করেছেন,’ বললেন আয়কর কর্মকর্তা, ‘আপনার মতো সবাই এভাবে কর দিলে আমাদের আর নোটিশ পাঠাতে হয় না।’
‘আসলে হয়েছিল কি, আমি প্রথম নোটিশটা দেখিনি। তাই তো দেরি হলো।’
‘প্রথম নোটিশ আপনি দেখবেন কীভাবে? আমরা শুধু দ্বিতীয় নোটিশই দিয়েছি। এটাই বেশি কাজে দেয়।’
পূর্ববর্তী:
« দ্বিগুন বোকা
« দ্বিগুন বোকা
পরবর্তী:
দ্বিধা »
দ্বিধা »
Leave a Reply