জীবজন্তুর ভেতরে আলাপ চলছে নিরস্ত্রীকরণ বিষয়ে।
সিংহ বলল, ‘ইগল তার নখর কেটে ফেলুক, নয় ভোঁতা করে ফেলুক।’
‘আমি তা করতে পারি,’ বলল ইগল, ‘যদি বাঘ-সিংহ তাদের নখ কেটে ফেলে এবং ছেদক দন্ত তুলে ফেলে।’
বাঘ-সিংহ সম্মতি জানাল। তখন ভালুক বলল, ‘হ্যাঁ, ভাইয়েরা, প্রস্তাবিত সব শর্তই আমাদের পালন করতে হবে। তবে আমাদের পারস্পরিক সাক্ষাতের সময় বন্ধুত্বপূর্ণ আলিঙ্গনের ঐতিহ্য কিন্তু বজায় রাখতে হবে।’
পূর্ববর্তী:
« বন্ধু নয়
« বন্ধু নয়
পরবর্তী:
বন্ধুত্বের সনদপত্র – আন্দ্রেই স্মিরনোভ »
বন্ধুত্বের সনদপত্র – আন্দ্রেই স্মিরনোভ »
Leave a Reply