বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়—এই প্রবাদটি শুনলেই তো বোঝা যায়, ফল কত গুরুত্বপূর্ণ। যে গাছে ফল হয় না, সে গাছের কথা কে মনে রাখে? আসলে, ফলের গাছের ভাবই আলাদা। পাতাবাহার গাছ থেকে একটা পাতা ছিঁড়ুন, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু অনুমতি না নিয়ে ফলের গাছ থেকে একটা ফল পেড়েই দেখুন না, আপনার পিঠের সঙ্গে অবধারিতভাবে গাছের মালিকের হাতের একটা সশব্দ সম্পর্ক সৃষ্টি হবে। সহজ ভাষায় বললে, ফলটাকে আস্ত রাখলেও আপনাকে আস্ত রাখার সম্ভাবনা কম। অতএব আপনি বুদ্ধিমান হলে নিশ্চয়ই ফলের গুরুত্বটা বুঝতে পেরেছেন। শুধু আমরা নই, বিদেশিরাও জানে, ফল কী জিনিস। এ জন্যই হয়তো টিভিতে দ্য ফলগাই নামে একটা বিদেশি সিরিয়ালও দেখাত একসময়। প্রতিটি পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ফল কথাটা থাকবেই। রসাল ফলের এই মাসে সবাইকে রসাল শুভেচ্ছা। আপনার ব্যবসায় লাভ হচ্ছে? সেটা ফলের ব্যবসা না হলেও সবাই বলবে ‘আপনি একজন সফল ব্যবসায়ী’। আবার লস হলেও ফল আছে, তবে সফলের জায়গায় হবে বিফল। আপনি সংগীত সাধনা করে বিশ্বে ঝড় তুলবেন? আপনাকে অবশ্যই তাল সম্পর্কে ভালো জানতে হবে। তাল হচ্ছে ভাদ্র মাসের একটা উৎকৃষ্ট ফল। চোখের ভ্রু নাচিয়ে মানুষকে খুব তো বলেন, ‘ব্যাটা, তোর তো বেল নাই, দূরে গিয়া মর।’ এই বেলও কিন্তু একটা অতি সুস্বাদু ফল। বেল মানে ‘ঘণ্টা’র শরবত খেলে অনেক কিছুই একেবারে ক্লিয়ার হয়ে যায়। এতক্ষণে নিশ্চয়ই ফলের গুরুত্বটাও ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এই ফলের গুরুত্ব বুঝতে পেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ফল সেমিস্টার নামে আস্ত একটা সেমিস্টারই চালু করে ফেলেছে। তার পরও কিছু আক্ষেপ থেকেই যায়। এই যে কদিন আগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো, প্রধানমন্ত্রীর ছবি পাশ কাটিয়ে পাস করা শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসের ছবি পত্রিকার প্রথম পাতায় ছাপাও হলো, কিন্তু ফল তো দেওয়া হলো না। অভিভাবকেরা বাসায় বাসায় মিষ্টি দিল, কিন্তু ফল দিল না। এর কোনো মানে হয়? তাহলে কেন এই মিছে আশ্বাস? আরে ভাই, না দিলে বলেন, কেন ফল দেবেন? যা-ই হোক, আসছে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার সময় যাতে এ ভুল না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। আশা করি, এর পর থেকে সরকার এ বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করবে। আর যদি না করে, তবে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। সাবধান!
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৪, ২০১০
Leave a Reply