কমলাপুর ষ্টেশনে পাশাপাশি প্লাটফর্মে একই সময়ে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। একটা যাবে ময়নমনসিংহ, অন্যটি সিলেট। সিলেটের এক যাত্রী ভুল করে ময়মনসিংহগামী ট্রেনে উঠে পড়লেন। উঠে দেখলেন উপরের বার্থে একজন শুয়ে আছেন। তাকে বললেন, কোথায় যাবেন, ভাই?
: ময়মনসিংহ।
: বাহ! আমাদের রেলগাড়ীর খুব উন্নত হয়েছে দেখা যায়। একই ট্রেন্, একই ডাব্বা, উপরের বার্থ যাচ্ছে ময়মনসিংহ, নিচের বার্থ সিলেট।
পূর্ববর্তী:
« রেলওয়ে স্টেশন
« রেলওয়ে স্টেশন
পরবর্তী:
রেললাইনটা পার হওয়ার আগেই »
রেললাইনটা পার হওয়ার আগেই »
Leave a Reply