মৃত্যু-শয্যায় শায়িত এক লোক উকিলকে দিয়ে উইল লেখাচ্ছিলেন। ‘নিম্নলিখিত লোকগুলো আমার শব বহন করবে;’ বলে বেশ কয়েকজনের নাম লেখালেন। উকিল দেখলেন, যাদের নাম লেখানো হয়েছে তাদের কারো সঙ্গেই তার ভালো সর্ম্পক নেই। তা হলে কেন এদেরকে দিয়েই শব বহন করাতে চান তিনি?
কৌতুহল দমন করতে না পেরে প্রশ্নটা করেই ফেললেন উকিল।
লোকটি বলল, এরা আমার কাছে টাকা পায়। এরা যখন আমাকে জীবনের বহু সময় বহন করেছে, তখন আমার শব বহন করে তাদের দায়িত্বটা শেষ করুক।
Leave a Reply