ফ্লাট বাড়ির তিন তলায় ছয় বছরের এক ছেলে কলিংবেল বাজাবার চেষ্টা করছে কিন্তু নাগাল পাচ্ছে না।
এক ভদ্রলোক তা দেখে কলিংবেল টিপে জিজ্ঞেসা করলেন, আবার কী করব?
ছেলেটি বলল, আমি তো পালাব। আপনি কি করবেন তা আমি কি জানি?
পূর্ববর্তী:
« আবার কবে আলুর গুদাম পুড়বে
« আবার কবে আলুর গুদাম পুড়বে
পরবর্তী:
আবার দেখা হবে »
আবার দেখা হবে »
Leave a Reply