নাইট-শো সিনেমা দেখে বাড়ি ফিরছে এক লোক। হঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে-টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিল।
মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি ভেবেছিলাম আমি বুঝি খোড়া হয়ে গেছি।
পূর্ববর্তী:
« খোসার আড়ালে কী আছে
« খোসার আড়ালে কী আছে
পরবর্তী:
খ্যাতিমানদের মজার উক্তি (মে ০৩, ২০১৪) »
খ্যাতিমানদের মজার উক্তি (মে ০৩, ২০১৪) »
Leave a Reply