বাড়িওয়ালা নতুন ভাড়াটেকে বাড়ি দেখিয়ে বললেন, চমৎকার বাড়ি আমার। দোষটা হল কেবল রেল লাইনের পাশে। তবে চিন্তা নেই, প্রথম দু’তিন রাত ঘুমাতে একটু অসুবিধা হবে, তারপর অবশ্য অভ্যাস হয়ে যাবে।
ভাড়াটে বলল, প্রথম দু’তিন রাত তো, কোনো অসুবিধা হবে না আমার।
পূর্ববর্তী:
« অভিসন্দর্ভ – ভ চেমেরিস
« অভিসন্দর্ভ – ভ চেমেরিস
পরবর্তী:
অভ্যাসবশে »
অভ্যাসবশে »
Leave a Reply