কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে জাহানারা দেখলেন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন।
: কী ব্যাপার?
: অসহায় এক বুড়ির জন্য সাহায্য চাইছি। বৃদ্ধার জামা-কাপড় কিচ্ছু নেই। মাস চারেকের বাড়ি ভাড়াও বাকি পড়েছে। এই প্রচন্ড শীতটা হয়তো রাস্তায়ই তাকে কাটাতে হবে।
: বুড়ির সৌভাগ্য সে আপনার মতো একজন ভদ্রলোক পেয়েছেন। তা আপনি কে?
: আমি, আমি বুড়ির বাড়িওয়ালা।
পূর্ববর্তী:
« বুমেরাং
« বুমেরাং
পরবর্তী:
বুয়া কাহিনী »
বুয়া কাহিনী »
Leave a Reply