মিসেস হাসনা অনেকক্ষণ ধরে তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। ছয় বছরের ছেলে রাসেল এসে তার কানে-কানে কী যেন বলল। বুঝতে না পেরে বিরক্ত হয়ে তিনি বললেন, দেখ রাসেল যা বলবে স্পট করে বল। কানে-কানে কথা আমি একদম পছন্দ করি না।
রাসেল ধমক খেয়ে কেঁদে ফেলে বলল, বাবা তোমার বান্ধবীদের বিদায় দিতে বলেছে।
পূর্ববর্তী:
« স্নানপর্ব
« স্নানপর্ব
পরবর্তী:
স্পর্শ – অমূল্য দাশগুপ্ত »
স্পর্শ – অমূল্য দাশগুপ্ত »
Leave a Reply