মা : উঠে পড়, স্কুলে যাবি না?
ছেলে : ইচ্ছে করছে না, মা।
মা : কেন যাবি না? যেতেই হবে।
ছেলে : টিচাররা আমাকে পছন্দ করে না, ছেলেরাও দু’ চোখে দেখতে পারে না। গিয়ে হবেটা কী?
মা : বিয়াল্লিশ বছর বয়স হল এখনো তোর স্বভাব গেল না। ওঠ বলছি, তুই না স্কুলের হেডমাস্টার!
পূর্ববর্তী:
« স্কুলের পরীক্ষা
« স্কুলের পরীক্ষা
পরবর্তী:
স্কোর খারাপ তাই »
স্কোর খারাপ তাই »
Leave a Reply