প্যালেস্টাইন বেড়াতে গেছে এক খ্রিস্টান ট্যুরিস্ট। গাইড তাকে সী অভ প্যালিলির তীরে নিয়ে গেল।
: এই সেই ঐতিহাসিক পবিত্র স্থান। নৌকায় করে ওপারে যেতে বিশ পাউন্ড করে নেয়। যাবেন নাকি?
: বিশ পাউন্ড। অনেক বেশি হয়ে গেল না?
: যিশু হেঁটে পার হয়েছিলেন এই সাগর।
: অবাক হওয়ার কিছু নেই। যা ভাড়া!
পূর্ববর্তী:
« অবাক রূপচর্চা
« অবাক রূপচর্চা
পরবর্তী:
অবৈধ কাপড় ধোলাই – ভিক্তর ভেরেজনিকভ »
অবৈধ কাপড় ধোলাই – ভিক্তর ভেরেজনিকভ »
Leave a Reply