চিড়িয়াখানার হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে এক লোক মাথা ঠুকে ঠুকে কাঁদছে। দর্শকেরা দেখল, খাঁচার ভেতরে হাতিটা মরে পড়ে আছে। তাই দেখে একজন বলল, ‘আহা রে! হাতিটার জন্য লোকটার কী মায়া! নিশ্চয়ই ওর দেখাশোনা করত।’
লোকটা তখন কাঁদতে কাঁদতে চেঁচায়—‘আরে দূর…আমি এই চিড়িয়াখানায় কবর খোঁড়ার কাজ করি!’
পূর্ববর্তী:
« লোক দেখানো যাওয়া
« লোক দেখানো যাওয়া
পরবর্তী:
লোকসান দু’পয়সা »
লোকসান দু’পয়সা »
Leave a Reply