আফ্রিকার এক নিঃসন্তান দম্পতি গিয়েছে বাচ্চা দত্তক নিতে। দুই মাস বয়সী এক রাশিয়ান বাচ্চা পেয়ে খুশি ধরে না তাদের, যাক, তাদের গায়ের রং কালো হলে কী হবে, বাচ্চা তো সাদা। আনন্দে ডগমগ সেই দম্পতি বাচ্চাকে নিয়ে ঘরে ফেরার আগে রাশিয়ান ভাষা শেখায় তেমন একটা প্রতিষ্ঠানে গিয়ে হাজির। ফরম পূরণ করে বেরিয়ে আসবে, ঠিক সেই সময় পরিচিত একজন বলল, ‘তো এই বুড়ো বয়সে হঠাৎ রাশিয়ান ভাষা শিখতে এলে কেন শুনি?’
সাহেব-বিবি কোলের বাচ্চাকে দেখিয়ে বলল, ‘আরে ভাই, বাচ্চা তো দত্তক নিয়েছি রাশিয়ার। আর দুই দিন পরই তো সে কথা বলতে শিখবে, আমরা যদি রাশিয়ান ভাষাই না জানি, তবে ওর কথা বুঝব কী করে, শুনি?’
পূর্ববর্তী:
« বাচ্চা কথা শিখেছে
« বাচ্চা কথা শিখেছে
পরবর্তী:
বাচ্চা ভয়ংকর »
বাচ্চা ভয়ংকর »
Leave a Reply