তিন দেশপ্রেমিক নেতা উঠেছেন পাহাড়ের চূড়ায়। মেক্সিকোর দেশপ্রেমিক বললেন, ‘আমার দেশের মানুষের জন্য আমি জান দিতেও প্রস্তুত।’ বাকিরা বলল, ‘প্রমাণ দাও।’ ‘এই উৎসর্গ আমার প্রিয় দেশবাসীর উদ্দেশে।’ বলেই পাহাড় থেকে নিচে ঝাঁপ দিলেন মেক্সিকোর সেই দেশপ্রেমিক নেতা!
জাপানের দেশপ্রেমিক বললেন, ‘আমিও আমার দেশের আপামর জনগণের জন্য প্রাণ বিলিয়ে দিতে দ্বিধা করব না, এবং এই আত্মাহুতি আমার দেশবাসীর জন্য।’ বলেই পাহাড়চূড়া থেকে ঝাঁপিয়ে পড়লেন তিনি।
এবার আফ্রিকার দেশপ্রেমিকের পালা। পাহাড়ে একজন শ্বেতাঙ্গ ছিল, তাকে ধরে এনে ঘাড়ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে হাত ঝাড়লেন সেই কৃষ্ণাঙ্গ নেতা। হাসতে হাসতে বললেন, ‘আর এটা আমার দেশবাসীর উদ্দেশে!’
পূর্ববর্তী:
« দেশপ্রেমের ওপর রচনা
« দেশপ্রেমের ওপর রচনা
পরবর্তী:
দেশলাই »
দেশলাই »
Leave a Reply