দক্ষিণ আফ্রিকার বসভেল্টের এক কৃষক স্টোফেল। এক সকালে স্টোফেল তাঁর বউ কিটি আর ছেলে ফ্রিকিকে নিয়ে গেলেন রাজধানী জোহানেসবার্গে। এটাই তাঁদের প্রথম রাজধানীতে যাত্রা। গিয়েই তাঁরা পঁচিশ তলার এক মার্কেটে ঢুকেছেন। সব দেখে তো তাঁদের চোখ ছানাবড়া। কৃষকের বউ কিটি গেলেন এটা-সেটা কিনতে। সেই ফাঁকে বাপ-বেটা মিলে মার্কেটটা ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ একটা লিফটের সামনে পড়তেই ব্যাপক চমৎকৃত তাঁরা, ফ্রিকি তো চেঁচিয়েই উঠল প্রায়, ‘আরে বাবা, এটা কী জিনিস! কেমন দেয়াল ফেটে দরজা খুলে যায়, আবার দেখি ওপরেও উঠতে পারে!’ স্টোফেল নিজেও বাপের জন্মে এমন জিনিস দেখেননি, তাই তাঁরও একই প্রশ্ন, ‘জিনিসটা কী!’ ঠিক সেই সময় কালোমতো এক নারী লিফটের ভেতরে ঢুকে গেলেন, ভেতরে সুইচ টিপে ওপরেও উঠে গেলেন। খানিক বাদে নেমে এল লিফটটা। দরজাটা খুলে যেতেই বাপ-বেটার চোখ রীতিমতো কমলালেবু। অল্প বয়সী এক সুন্দরী নারী বেরিয়ে আসছেন সেখান থেকে। দেখে তো স্টোফেল তো লাফিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে, ফ্রিকিকে বলল, ‘ওরে ফ্রিকি, এ তো দুর্দান্ত জিনিস! শিগগির যা, তোর মাকে নিয়ে আয়, ওই যন্ত্রের ভেতরে ঢুকিয়ে দিই!’
পূর্ববর্তী:
« লিফট আসছে
« লিফট আসছে
পরবর্তী:
লিলি বিরিয়ানকে আঁকতে চেষ্টা »
লিলি বিরিয়ানকে আঁকতে চেষ্টা »
Leave a Reply