আফ্রিকার গহিন জঙ্গলে শিকারে বেরিয়েছে দুই শিকারি। ঘুরতে ঘুরতে বেশ গভীরে ঢুকে গেছে তারা। আচমকা একটা গন্ডারের আক্রমণে শিকারিদের একজন বেঘোরে মারা পড়ল। সহযাত্রী আরেক শিকারি এখন কী করে! ওয়্যারলেস টেলিফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করল সে, ‘হ্যালো, পুলিশ স্টেশন? আমার বন্ধু তো খানিক আগে গন্ডারের গুঁতো খেয়ে মরে গেছে, এখন কী করি, বলেন তো?’ ওপাশ থেকে পুলিশের কর্তাব্যক্তিটি বলল, ‘আপনার বন্ধু যে মরে গেছে, এ ব্যাপারে আপনি কতটা নিশ্চিত?’ শিকারি আমতা আমতা করে বলল, ‘না, ঠিক নিশ্চিত না। আচ্ছা একটু লাইনে থাকুন।’ বলে দ্বিতীয় শিকারির বুকে দুম করে একটা গুলি করে বসল সে! তারপর ফোনটা তুলে বলল, ‘হ্যাঁ, এবার আমি পুরোপুরি নিশ্চিত, এখন কী করব বলুন।’
পূর্ববর্তী:
« পুরোনো ঘটনা
« পুরোনো ঘটনা
পরবর্তী:
পুরোপুরি ভাঙ্গে নাই »
পুরোপুরি ভাঙ্গে নাই »
Leave a Reply