আফ্রিকার এক মন্ত্রী গিয়েছেন যুক্তরাষ্ট্রে। প্লেন থেকে নামতেই লালগালিচা সংবর্ধনা তাঁর জন্য। এক সাংবাদিক জিজ্ঞেস করল, ‘স্যার, আপনার ভ্রমণ কেমন হলো?’
মন্ত্রীর মুখে আরামের হাসি, ‘জ জ জ…ঘ্যাড় ঘোড় ঘ্যাড়ড়ড়ড়…খিচ খিচ খিচচচ…চি চি চিইইইই…হ্যাঁ বেশ ভালোই তো।’ মন্ত্রীর এমন কথা শুনে তো সবাই থ বনে গেল। আরে, কোন দেশের ভাষায় কথা বলেন এই লোক! বিস্ময় চেপে আরেক সাংবাদিক প্রশ্ন করল, ‘তো স্যার, কত দিনের সফর আপনার?’ মন্ত্রী সেই আগের ভাষায় উত্তর দিলেন, ‘পোঁওওওও…ঘ্রুম ঘ্রুম ঘ্রুউউউম…চিইইই…এই তো, চার দিনের মাত্র।’ মন্ত্রীর এমন পাগলামো দেখে এক সাংবাদিকের তর সইল না, বেফাঁস একটা প্রশ্ন ছুড়ে দিল তাঁর উদ্দেশে, ‘কিন্তু জনাব, আপনি এমন উদ্ভট ইংরেজি কোত্থেকে শিখলেন?’ মন্ত্রী একগাল হেসে বললেন, ‘কেন! শর্ট-ওয়েভ বেতারে!’
পূর্ববর্তী:
« শর্ট কাটে ধনী
« শর্ট কাটে ধনী
পরবর্তী:
শর্টকাট রাস্তা »
শর্টকাট রাস্তা »
Leave a Reply