এইমাত্র হাই তুললাম কিংবা এখন টয়লেটে যাচ্ছি—এই জাতীয় কথাও আজকাল স্ট্যাটাস হিসেবে লেখা হচ্ছে। তবে কিছু কথা কেউ কখনো স্ট্যাটাস হিসেবে লেখবেন না। তেমনই কিছু কথা শোনাচ্ছেন ইকবাল খন্দকার।
আবির শাহরিয়ার আজ স্যার আমাকে সবার সামনে কান ধরে উঠ-বস করালেন।
15 seconds ago . Comment . Like
ইকবাল আখতার সিঁড়ি দিয়ে ওঠার সময় একসঙ্গে দুই সিঁড়ি ডিঙাতে গিয়ে আজ নতুন প্যান্টটা ফাটিয়ে ফেললাম।
20 seconds ago . Comment . Like
চৌধুরী আবুল হোসেন ভিড়ের মধ্যে একজনের ওড়না ধরে মৃদু টান দেওয়ার অপরাধে গণধোলাই খেলাম।
35 seconds ago . Comment . Like
আমিন খন্দকার আজকের ঝোড়ো হাওয়ায় আমার মাথার পরচুলা উড়ে গিয়েছিল।
55 seconds ago . Comment . Like
আওরঙ্গজেব আজ আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। যে শার্ট-প্যান্ট পরে যাচ্ছি, সেগুলো আমার আরেক বন্ধুর। বেল্টটাও…।
15 minutes ago . Comment . Like
সোহেল খান আমার বউ আগামীকাল বাপের বাড়ি যাবে। আমি তখন পারভীনের সঙ্গে সিনেমা দেখতে যাব।
35 minutes ago . Comment . Like
জয়দেব পলাশ পাবলিক বাসে ভাড়া না দিয়েও বলেছিলাম দিয়েছি। শেষে ধরা পড়তে হলো এবং বাস থেকে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হলো।
47 minutes ago . Comment . Like
সোহাগ রহমান গতকাল এক দোকান থেকে বেশ দামি একজোড়া জুতা চুরি করেছিলাম। কিন্তু সেই দৃশ্য সিসি টিভিতে ধরা পড়ায় এখন নাকি আমাকে খোঁজা হচ্ছে।
49 minutes ago . Comment . Like
সুনীল রায় আজ আমার প্রেমিকার বিয়ে ছিল। বিয়েতে খুব মজা করলাম।
59 minutes ago . Comment . Like
রবিউল ইসলাম আজ আব্বার আলমারি খুলে টাকা নেওয়ার সময় ধরা খেয়েছি এবং আমাকে অনির্দিষ্টকালের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
5 hours ago . Comment . Like
রুবেল আরমান উল্টাপাল্টা কমেন্ট করার অপরাধে বেশ কজন আমাকে তাদের ফ্রেন্ড-লিস্ট থেকে বের করে দিয়েছে।
15 hours ago . Comment . Like
পল্লব বণিক আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি ছাড়া সবাই পাস করেছে।
22 hours ago . Comment . Like
আশুতোষ কর্মকার গত মেলায় প্রকাশিত আমার বইটি মোট চার কপি বিক্রি হয়েছিল। শুনেছি প্রকাশক নাকি তার মোবাইল ফোন থেকে আমার নম্বর ডিলিট করে দিয়েছে।
25 hours ago . Comment . Like
রতন চৌধুরী স্টলে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মেরেই আজকের পত্রিকার হেড লাইনগুলো পড়ে চলে এসেছি।
31 hours ago . Comment . Like
আমির হোসেন রোদে আমার গায়ের রং আরও কালো হয়ে গেছে। গতকাল পাশের বাড়ির দুটো বাচ্চা আমাকে দেখে ভূত ভূত বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
42 hours ago . Comment . Like
শামসুল হক সিনেমা দেখতে গিয়েছিলাম। থার্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে বসার অপরাধে শো শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই আমাকে হল থেকে বের করে দিয়েছে।
47 hours ago . Comment . Like
শহীদুল হক আমি আজকাল ইন করে জামা পরছি। কারণ আমার শার্টের নিচের দিকের বোতাম নেই।
55 hours ago . Comment . Like
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৩, ২০১০
Leave a Reply