বিখ্যাত ব্যক্তিরা অনেক কিছু করেছেন, কিন্তু খুবই আফসোসের ব্যাপার যে তাঁরা কেউ ফেসবুক ব্যবহার করেননি। ফলে তাঁদের স্ট্যাটাসও আমরা জানতে পারিনি। কিন্তু সেই আমলে ফেসবুক থাকলে তাঁরা কেমন স্ট্যাটাস দিতেন, তা ভেবে বের করার চেষ্টা করেছেন আদনান মুকিত
রবীন্দ্রনাথ ঠাকুর আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার স্ট্যাটাসখানি, কৌতূহল ভরে?
15 seconds ago . Comment . Like
কাজী নজরুল ইসলাম স্ট্যাটাসের যে কমেন্টগুলো চিরকল্যাণকর, অর্ধেক তার করিবে নারী, অর্ধেক তার নর।
20 seconds ago . Comment . Like
মাইকেল কলিন্স আমাকে একা বসিয়ে রেখে ওরা দুজন কী সুন্দর চাঁদে নেমে গেল! সব বিরোধীদলীয় ষড়যন্ত্র।
35 seconds ago . Comment . Like
নবাব সিরাজউদ্দৌলা বাংলা-বিহার-ওড়িশ্যার মহান অধিপতির কমেন্ট আমি ভুলিনি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিয়ো না, সুযোগ পেলেই ওরা অ্যাকাউন্ট কেড়ে নেবে।
55 seconds ago . Comment . Like
সুকান্ত ভট্টাচার্য খুবই চিন্তিত, পূর্ণিমার চাঁদ যদি ঝলসানো রুটি হয়, তাহলে ডিমভাজি/শিক-কাবাব কোনটা?
15 minutes ago . Comment . Like
নেপোলিয়ন বোনাপার্ট ‘অসম্ভব’ বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। কারণ, অভিধানের ওই পাতাটা উইপোকা অনেক আগেই খেয়ে ফেলেছে।
35 minutes ago . Comment . Like
এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলাম। তবে সুদূর ভবিষ্যতে বাংলাদেশে এটা কোনো কাজেই আসবে না। নাহ্, আমাকে আরও ভালো কিছু আবিষ্কার করতে হবে।
47 minutes ago . Comment . Like
জগদীশ চন্দ্র বসু রেডিও আবিষ্কার করলাম আমি, আর নাম হলো মার্কনির? কে আছিস? মার্কনিরে মার কনি।
49 minutes ago . Comment . Like
হিটলার হে হে হে, সব ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট এখন আমার দখলে।
59 minutes ago . Comment . Like
লেনিন বিপ্লবী সাথি ও বন্ধুগণ, মাথায় টাক পড়ে গেছে। এটাকে আমার নতুন হেয়ার স্টাইল ভাববেন না। কোনো তাক লাগানো সমাধান থাকলে আওয়াজ দিন।
5 hours ago . Comment . Like
প্রমথ চৌধুরী প্রাঞ্জলতা হচ্ছে স্ট্যাটাসের সবচেয়ে বড় গুণ। সহজ কথায় স্ট্যাটাস রচনা করা গেলে কঠিন কথার প্রয়োজন কী?
15 hours ago . Comment . Like
মানিক বন্দ্যোপাধ্যায় এ কুবের! স্ট্যাটাস কিবা?
22 hours ago . Comment . Like
মহাত্মা গান্ধী আমার নামে নাকি একটা পোকার নামকরণ করা হয়েছে? ব্যাপারটা কি সত্যি?
25 hours ago . Comment . Like
সুকুমার রায় কমেন্ট আছে ‘খ’মেন্ট নেই, সিমেন্ট আছে ‘ডি’মেন্ট নেই, সব হ-য-ব-র-ল।
31 hours ago . Comment . Like
ড. মুহম্মদ শহীদুল্লাহ অনেকেই মর্যাদা (স্ট্যাটাস) এবং মন্তব্য (কমেন্ট) লিখিতে গিয়া সাধু ও চলিত ভাষার মিশ্রণ করিয়া থাকেন। ইহা অন্যায়, খুবই অন্যায়। অ্যাম রিয়েলি শক্ড!
42 hours ago . Comment . Like
লিওনার্দো দা ভিঞ্চি এই মাত্র ‘মোনালিসা’ নামের একটা ছবি এঁকে শেষ করলাম। এই যা! চোখের ভ্রু আঁকতে ভুলে গেছি।
47 hours ago . Comment . Like
শরত্চন্দ্র চট্টোপাধ্যায় পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া সাইবার ক্যাফেতে ফেসবুক ব্যবহার করিতে আসি। তোমরা আমার স্ট্যাটাসে একটি হইলেও কমেন্ট ফেলিয়ো।
55 hours ago . Comment . Like
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৩, ২০১০
Leave a Reply