অনেক কথা
আছে বুকে
খুঁজে দেখো
ফেসবুকে!
দূরকে করলে
নিকট, পরকে করলে ভাই
ফেসবুকে
সে কথা বলিয়া যাই!
নাওয়া খাওয়া
বাদ দিয়া বসি
দিন নাই রাত নাই
ফেসবুক চষি!
আমাদের যুগে, আমরা যখন
খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সে
ফেসবুকে বস মেলা!
সার্চ দিলেই
দাও হে দেখা
কে বলেছে
আমি একা!
ফেসবুকে বসে
নয়টা পাঁচটা ডিউটি
ক্লান্ত, বাসায় ফিরি
কিছুই জানে না বিউটি!
চ্যাট করেছ
শাহানা ভাইবা
শাহাদত সে যে
কোথায় যাইবা!
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৩, ২০১০
Leave a Reply