ঝ্যাং চু-ইয়াং চি দম্পতির ফুটফুটে এক মেয়ে হয়েছে। তাঁদের পুরোনো বন্ধু ঘ্যাং চো এসেছে বাচ্চাটিকে দেখতে।
দেখেই সে ঝ্যাংকে প্রস্তাব দিয়ে বসল, ‘আমার ছেলেটার বয়স তো মোটে এক বছর, মানে তোমার মেয়ের দ্বিগুণ। চলো, বাচ্চা দুটি বড় হলে ওদের বিয়ে দিয়ে দিই আমরা, কী বলো তুমি?’
প্রস্তাব শুনে ঝ্যাং গেল তাঁর স্ত্রীর সঙ্গে শলাপরামর্শ করতে, ‘বুঝলে গিন্নি, ঘ্যাংয়ের প্রস্তাব তো শুনলে। আমাদের মেয়ের চেয়ে দ্বিগুণ বয়স ওর ছেলের, মানে বিয়ের সময় আমাদের মেয়ের বয়স যখন ২০ বছর হবে, ওর ছেলের বয়স হবে ৪০! ও রকম একটা হাড়-হাভাতে বুড়োর সঙ্গে কেমন করে নিজের মেয়ের বিয়ে দেব, বলো তো?’
ঝ্যাংয়ের বউ সব শুনে হেসেই খুন, ‘আরে বোকা, আগামী বছরেই না আমাদের মেয়ের বয়স এক বছর হতে যাচ্ছে! মানে ঘ্যাংয়ের ছেলের সমান। তখন তো কোনো বাধাই থাকবে না ওর সঙ্গে বিয়ে দিতে!’
পূর্ববর্তী:
« বয়সের তিনটি পর্যায় – সেমিওন আল্তভ
« বয়সের তিনটি পর্যায় – সেমিওন আল্তভ
পরবর্তী:
ভগবানের পা »
ভগবানের পা »
Leave a Reply