চীনের এক কৃষক একবার গরু বর্গা নেওয়ার কথা ভাবলেন। তাঁর গ্রামের এক ধনী মাতবরের গোয়ালে বেশ কয়েকটি গরু। কৃষক একদিন গেলেন মাতবরের বাড়িতে। মাতবর সেদিন বেশ ব্যস্ত, কৃষকের সঙ্গে দেখা করার ফুরসত নেই। কৃষক উপায়ান্তর না দেখে মাতবরের এক চাকরকে দিয়ে খবর পাঠালেন, ‘একটা গরু বর্গা নিতে এসেছি আমি।’ চাকরের মুখে সব শুনেটুনে মাতবর একটা চিরকুট লিখে দিলেন। তাতে লেখা, ‘একটু অপেক্ষা করো, আমি নিজেই আসছি।’
পূর্ববর্তী:
« বেলাউজের ভেতর হাত
« বেলাউজের ভেতর হাত
পরবর্তী:
বেশ হবে »
বেশ হবে »
Leave a Reply