ইউশিরোমোরে নামের এক লোকের দুই জোড়া জুতা ছিল। এক জোড়া বেশ উঁচু, আরেক জোড়া একদম সমতল। এক সকালে ভুল করে ডান পায়ে উঁচু আর বাঁ পায়ে সমতল জুতা পরে ঘর থেকে বেরিয়েই অস্বস্তিতে পড়ে গেল সে। নিজের পা দুটোকে কেমন অসমান ঠেকছিল তাঁর কাছে। অনেক ভেবেও ঘটনাটার কোনো কূলকিনারা পেল না ইউশিরোমোরে। ঠিক তখনই রাস্তার এক লোক বলল, ‘আরে, তুমি দেখি দুই পায়ে দুই ধরনের জুতা পরেছ!’ কথাটা শুনেই সবকিছু পরিষ্কার হয়ে গেল তাঁর কাছে। সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে বাঁ পায়ে উঁচু আর ডান পায়ে সমতল জুতা পরে ঘর থেকে বের হলো সে। কিন্তু এবারও একই সমস্যা! মহা চিন্তায় পড়ে গেল বেচারা। মনে মনে ভাবল, নাহ্, আসলে আমার পায়ে কোনো সমস্যা নেই, সব সমস্যা এই দুই জোড়া জুতায়ই। একটা উঁচু, আরেকটা বেজায় নিচু! কেনার সময় ভালো করে দেখে নেওয়া উচিত ছিল।
পূর্ববর্তী:
« দেখিয়ে দেব কোথায় লাফ দিতে হবে
« দেখিয়ে দেব কোথায় লাফ দিতে হবে
পরবর্তী:
দেমাকী »
দেমাকী »
Leave a Reply