বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা, আমি এত্ত বড় কখন হব?
বাবা: তুমি কত বড় হতে চাও শুনি?
ছেলে: আমি এমন বড় হতে চাই, যেদিন মাকে না জানিয়ে বাইরে গেলেও তিনি কিছু বলবেন না।
বাবা: আমি নিজেই তো, বাবা, এখনো অত বড় হতে পারিনি। তোমার মাকে না জানিয়ে আমিই বাইরে যেতে পারি না, আর তুমি!
পূর্ববর্তী:
« বড় হওয়ার বই
« বড় হওয়ার বই
পরবর্তী:
বড় হয়ে আকাশচারীই হবে »
বড় হয়ে আকাশচারীই হবে »
Leave a Reply